অনলাইনে ছবি বিক্রি করে আয় ও সেরা ৭ টি ছবি বিক্রির ওয়েবসাইট
আপনি কি অনলাইনে ছবি বিক্রি করে আয় করতে চান? ভাবছেন কোন ওয়েবসাইট আপনার ছবিগুলো বিক্রি করতে অনুমতি দিবে, কিংবা কোন ছবি বিক্রির ওয়েবসাইট আপনার ছবিগুলো বিক্রি করার জন্য সবচেয়ে ভালো হবে!
যদি আপনি ছবি বিক্রির ওয়েবসাইট সম্পর্কে জানেন তাহলে একজন ফটোগ্রাফার হিসেবে খুব সহজেই অনলাইনে ছবি বিক্রি করে বাড়তি কিছু টাকা আয় করে নিতে পারেন।
বর্তমানে বিভিন্ন ধরনের স্কিলড ফটোগ্রাফার ও ছবির ডিমান্ড এতটা বেশি যা কখনোই ছিল না। বড় বড় কর্পোরেট বিজনেস কিংবা ছোট বিজনেস থেকে শুরু করে ব্লগার, ইউটিউবার সকলেই অনলাইনে স্টক ফটো সাইটগুলো থেকে ছবি কিনে নেয়।
আপনি যদি ছবি বিক্রি করে আয় করতে চান তাহলে আজকের এই ব্লগ থেকে থেকে আপনি সেরা ৭টি ছবি বিক্রির ওয়েবসাইট সম্পর্কে জেনে নিতে পারবেন।
ছবি বিক্রির ওয়েবসাইট | Best 7 Photo Selling Website:
1. Shutterstock
2. Adobe stock
3. Canstock photo
4. Alamy
5. IstockPhoto
6. Pexels
7. Pixabay
এই নামগুলো ধরে ধরে গুগলে সার্চ করলেই ওয়েবসাইট গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
আর আপনি যদি আমার কমিউনিটি'তে নিয়মিত হোন তাহলে স্টেপ বাই স্টেপ আমিই শেখাবো ইনশাআল্লাহ।